Wellcome to National Portal
Main Comtent Skiped

যোগাযোগ

বাস ও ট্রেন যোগাযোগ-

               রাজধানী শহর ঢাকা থেকে উল্লাপাড়ার সহজ বাস যোগাযোগ রযেছে। তা ছাড়া ঢাকা থেকে উল্লাপাড়ার ট্রেন যোগাযোগও আছে। জেলা শহর থেকে বাস ও ট্রেনের সহজ যোগাযোগ আছে। উপজেলার আন্তঃ ইউনিয়ন যোগাযোগ ভাল হওয়ায় খুব সহজেই এখানে সবাই আসতে পারে। উপজেলা পরিষদের পূর্ব পাশ্বে  উপজেলা ভূমি অফিস অবস্থিত্ । উপজেলার শ্যামলী পাড়াস্থিত বাস ষ্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে উপজেলা পরিষদের পূর্ব  পাশ্বে অবস্থিত, উপজেলা ভূমি অফিসে রিক্সা যোগে সহজেই যাওয়া যায়।  এছাড়া উপজেলার বিভিন্ন স্থান হতে সিএনজি যোগেও এই অফিসে সহজেই আসা যায় ।

যোগায়োগঃ

সহকারী কমিশনার (ভূমি)

উপজেলা ভূমি অফিস, উল্লাপাড়া, সিরাজগঞ্জ

ফোন : ০৭৫২৯-৫৬১৫২

ফ্যাক্স : ০৭৫২৯-৫৬১৫২

মোবাইল: ০১৭১১-২২৪৩৪০

ইমেইল : aclandullapara@gmail.com